Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

হর্টিকালচার সেন্টার আসাদগেট, ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। ঢাকা শহরের অধিবাসীদের মধ্যে ন্যায্যমূল্যে উচ্চ ফলনশীল শাক-সবজি ও ফলমূলের চারা, কলম বীজ উৎপাদন ও বিতরণেরক উদ্দেশ্যে স্বাধীনতা পূর্বকালে ১৯৭০ ইং সনে আসাদগেট ও মিরপুর রোডের সংযোগ স্থলে তৎকালীন মিউনিসিপালিটি ১.৪৫ একর জমিতে নার্সারী করার জন্য প্রদান করেন। বর্তমানে ঢাকা মহানগরীতে প্রায় ২.৫০ কোটি জনগোষ্ঠী এই বিপুল পরিমাণ জনগোষ্ঠীর জন্য ফলবীথি হর্টিকালচার সেন্টার, আসাদগেট, ঢাকা বিভিন্ন উন্নত জাতের শাক-সবজি ও ফলমূলের চারা, কলম ও বীজ বিতরণ প্রক্রিয়া অব্যাহত আছে। যেখান থেকে সরকার কর্তৃক নির্ধারিত স্বল্পমূল্যে উন্নত জাতের চারা কলম ও বীজ বিক্রয় করা হয়। প্রতি বছর ঢাকা মহানগরীর বৃক্ষ রোপন অভিযান ও জাতীয় বৃক্ষ মেলা, জাতীয় ফল মেলাতেও এই কেন্দ্রটি বিশেষ ভূমিকা পালন করে থাকে।