Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবাসমুহ

 

  • উদ্যান ফসলের (ফল, ফুল, মসলা, সবজি, কন্দাল, ঔষধী, শোভাবর্ধনকারী) চারা/কলম উৎপাদন ও জনসাধারনের মধ্যে সরকারী সুলভমূল্যে বিতরণ।
  • উদ্যান ফসলের (ফল, ফুল, মসলা, সবজি, কন্দাল, ঔষধী, শোভাবর্ধনকারী) চারা/কলম চাষে  পরামর্শ ও নার্সারী সহায়তা প্রদান।
  • পুষ্টি চাহিদা মেটাতে বসতবাড়ির বিভিন্ন স্থানে ও বসতবাড়ির ছাদে পরিকল্পিত ফল ও সবজি বাগান স্থাপনে সহযোগিতা প্রদান এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ/প্রদর্শণী/কারিগরি সহায়তা/বীজ সহায়তা/লিফলেট প্রদান।
  • পুষ্টি চাহিদা মেটাতে নতুন জাত, বিদেশী জাত ও অপ্রচলিত ফলের পরিচিতিকরণ ও সম্প্রসারণে চারা/কলম সংগ্রহ, উৎপাদন ও বিতরণে সহযোগিতা প্রদান এবং প্রযোজ্য ক্ষেত্রে  প্রশিক্ষণ/প্রদর্শণী/ কারিগরি সহায়তা/বীজ সহায়তা/লিফলেট প্রদান।
  • কৃষক পর্যায়ে প্রশিক্ষণ প্রদান।
  • পুষ্টি চাহিদা মিটানোর জন্য কাজু বাদাম ও কফি চারাসহ অন্যান্য ফলের চারা/কলম সরবরাহ করা।
  • চাহিদা ভিত্তিক কাঙ্খিত জাতের চারা/কলম/বীজ প্রাপ্তির স্থানের যোগাযোগের ঠিকানা প্রদান এবং প্রযোজ্য ক্ষেত্রে কারিগরি সহায়তা/লিফলেট ও পরামর্শ প্রদান।