ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পুরণের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মধ্যে উন্নত প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বিগত ৪ বছরে উদ্যান ফসল তথা- সবজী, ফল ও ফুলের বাম্পার উৎপাদন করতে সক্ষম হয়েছে। হর্টিকালচার উইং এর আওতাধীন হর্টিকালচার সেন্টার, ফলবীথি, আসাদগেট, ঢাকা উদ্যান ফসল স¤প্রসারণে উল্লেখযোগ্য কার্যক্রম চলমান রেখেছে। এ কার্যক্রমে চাষীদের মাঝে উন্নতমানের চারা/কলম, বীজ উৎপাদন ও বিতরণ কর্মসুচী জোরদার করা হয়েছে। বিগত তিন বছরে অত্র হর্টিকালচার সেন্টারের মাধ্যমে 102311 টি ফল, 53969 টি ফুলের চারা/কলম, 15647 টি শোভাবর্ধনকারী চারা/কলম, 7171 টি ঔষধী চারা/কলম, 37827 টি মসলা জাতীয় চারা/কলম, 440842 টি সবজী চারা উৎপাদন করা হয়েছে। যা থেকে বিগত তিন বছরে = 53,78,341 /- টাকা রাজস্ব আয় হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস