কৃষিবিদ মোঃ রুহিদ হাসান ০৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন হর্টিকালচার সেন্টার, ফলবীথি, আসাদগেট, ঢাকায় উদ্যানতত্ত্ববিদ হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি এ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের মাঠ পর্যায়ের কৃষি সম্প্রসারণ অফিসার পদে কর্মরত ছিলেন।
কৃষিবিদ মোঃ রুহিদ হাসান বিসিএস (কৃষি) ক্যাডারের ৪০ তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ২০২২ সালের ০৪ ডিসেম্বর কৃষি সম্প্রসারণ অফিসার হিসেবে নন্দীগ্রাম, বগুড়ায় কর্মজীবন শুরু করেন। অতঃপর তিনি কৃষি সম্প্রসারণ অফিসার পদে কালীগঞ্জ, গাজীপুরে কাজ করেছেন। মাঠ পর্যায়ে উক্ত পদে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি কৃষিক্ষেত্রে অসামান্য অবদান রাখেন। দেশের বৈচিত্র্য়ময় কৃষি অঞ্চলে কাজের এই অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন হর্টিকালচার সেন্টার, ফলবীথি, আসাদগেট, ঢাকায় উদ্যানতত্ত্ববিদ হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় জনাব মোঃ আঃ হালিম সরকার এবং মোছাঃ রুনা আরজু মোনোয়ারা এর ঘরে ১৯৯৬ সালের মার্চ মাসে জন্মগ্রহণ করেন কৃষিবিদ মোঃ রুহিদ হাসান । তিনি ২০১১ সালে এস.এস.সি. এবং ২০১৩ সালে এইচ.এস.সি পাশ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ২০১৮ সালে বিএসসি কৃষি (সম্মান) এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ২০২০ সালে কৃষি রসায়ন বিষয়ে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি একজন দক্ষ সংগঠক। চাকুরি জীবনে তিনি অসংখ্য জাতীয় সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস