কৃষিবিদ মোহাম্মদ ওয়াসিফ রহমান ১৮ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ তারিখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন হর্টিকালচার সেন্টার, আসাদগেট, ঢাকায় উদ্যানতত্ত্ববিদ হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি এ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের মাঠ পর্যায়ের কৃষি সম্প্রসারণ অফিসার পদে কর্মরত ছিলেন।
কৃষিবিদ মোহাম্মদ ওয়াসিফ রহমান বিসিএস (কৃষি) ক্যাডারের ৩৭তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ২০১৯ সালের ৭ এপ্রিল কৃষি সম্প্রসারণ অফিসার হিসেবে খালিয়াজুরী, নেত্রকোনায় কর্মজীবন শুরু করেন। অতঃপর তিনি কৃষি সম্প্রসারণ অফিসার পদে নালিতাবাড়ি, শেরপুরে কাজ করেছেন। মাঠ পর্যায়ে উক্ত পদে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি কৃষিক্ষেত্রে অসামান্য অবদান রাখেন। দেশের বৈচিত্রময় কৃষি অঞ্চলে কাজের এই অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন হর্টিকালচার সেন্টার, আসাদগেট, ঢাকায় উদ্যানতত্ত্ববিদ হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
ময়মনসিংহ জেলার সদর উপজেলায় জনাব মোঃ মসিউর রহমান এবং ওয়াহিদা খানমের ঘরে ১৯৯২ সালের ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেন কৃষিবিদ মোহাম্মদ ওয়াসিফ রহমান। তিনি ক্যান্ট: পাবলিক স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহ থেকে ২০০৮ সালে এস.এস.সি. এবং ২০১০ সালে এইচ.এস.সি. পাশ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ২০১৪ সালে বিএসসি কৃষি (সম্মান) এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬ সালে কীটতত্ত্ব বিষয়ে প্রথম শ্রেনীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষা জীবনে তিনি উদীচী, খেলাঘর, বিতর্ক সংগঠন সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত ছিলেন। তিনি একজন দক্ষ সংগঠক। চাকুরি জীবনে তিনি অসংখ্য জাতীয় সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসুচিতে অংশগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস